এখনও আইটি তে বিশেষজ্ঞ দের সাহায্য নিয়ে নিজের ব্যবসা তে সিস্টেম অটোমেশন করার চেষ্টা করছেন?
সর্বত্রই দেখা যায়, আইটি তে যারা অভিজ্ঞ, তারা সিস্টেম রিলেটেড বিষয়ে পারদর্শী হলেও, প্রাকটিক্যাল ব্যবসা চালনায় পারদর্শী না হবার কারণে ব্যবসার অন্তরীণ চাহিদার সঙ্গে তাল মিলিয়ে একটি অর্থবহ সিস্টেম দাঁড় করানো তে ব্যর্থ হন। আরেকদিকে, অনেক ব্যবসা প্রতিষ্ঠান তার চাহিদা সঠিক ভাবে তুলে ধরতে অক্ষম হয় আইটি টিম এর কাছে যেটা ফলশ্রুতি তে একটা ব্যর্থ ইমপ্লিমেন্টেশন এবং সিস্টেমের প্রতি ব্যবসায়ী কে বীতশ্রুদ্ধ করে তুলে।

আমরা বিগত ৯ বছর যাবৎ বিভিন্ন ব্যবসা কেন্দ্রিক সমাধান দিয়ে আসছি আমাদের সম্মানিত ক্লায়েন্টগণ কে। ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন এর হাওয়া বাংলাদেশেও লাগছে, যার পরিপ্রেক্ষিতে যুগের সাথে তাল মিলিয়ে আমরা এই সিস্টেম এবং ব্যবসা কেন্দ্রিক অভিজ্ঞতা কে কাজে লাগিয়ে অটোমেশন সিস্টেম চালুকরণ এর কাজ করছি ১০০% সফলতার সহিত, যেখানে ইউরোপ স্ট্যান্ডার্ড সিস্টেমের সাথে লোকাল চাহিদা গুলোর এক অভূতপূর্ব সংমিশ্রণ একটা ব্যবসা কে ২০ বছর এগিয়ে দিতে সক্ষম, সেই সাথে একাউন্টিং/বিজনেস রিলেটেড খরচাদি এবং ভুল ত্রুটি ৩০% কমিয়ে আনতে সক্ষম।

বিশেষ করে একজন অ্যাকাউন্টস এবং এইচ আর টিম এর ৫ জনের কাজ একজন কে দিয়েই অতি নির্ভুল ভাবে করা সম্ভব।
বাংলাদেশে একটি ব্যবসা চালাতে গেলে একটি কোম্পানি কে যে যে বিষয়ে খেয়াল রাখতে হয়:
- বাকির খাতা/পার্টি মেইনটেইন করা
- ইনভেন্টরি ম্যানেজমেন্ট/ অটোমেটিক রিমাইন্ডার
- কাস্টমার ইনভয়েস প্রদান, সুষ্ঠুভাবে ট্যাক্স এবং ভ্যাট এর পরিমাণ যেখানে উল্লেখিত থাকবে
- সুষ্ঠুভাবে ট্যাক্স এবং ভ্যাট অফিস মেইনটেইন করা , রিপোর্ট জেনারেশন এ যাতে বেশি সময় না লাগে সেদিকে খেয়াল রাখা
- ম্যানুফ্যাকচারিং বিল অফ ম্যাটেরিয়াল এর সুষ্ঠু তত্তাবধান, রেসিপি রেগুলার চেক করার ব্যবস্থা, ইনভেন্টরি ওয়েস্ট ম্যানেজমেন্ট
- ক্রয় খাতা/পার্টি মেইনটেইন করা
- বিগত বৎসর গুলোর ক্রয়/বিক্রয় এর ট্রেন্ড ডাটা
- নির্দিষ্ট ব্যক্তি নির্দিষ্ট সিস্টেম এক্সেস (সেল্স কখনোই দেখবে না পারচেস ডিটেইলস, হিউম্যান রিসোর্স কখনোই জানবে না বিক্রয় এর ডিটেইলস ইত্যাদি)
- মালিকের ইচ্ছা অনুসারে মোবাইল ড্যাশবোর্ড। এক ড্যাশবোর্ড থেকেই ব্যবসার সকল বিষয় জেনে নেওয়া যাবে মুহুর্তেই!
পুরো জিনিসটি কিভাবে আপনার ব্যবসা কে অনন্য একটি স্তরে নিয়ে যাবে, এটা নিয়ে এক কাপ চা-চক্রে একটা আলোচনা হয়েই যেতে পারে! আমরা অপেক্ষায় রইলাম আপনার!